সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নির্দেশনা- Primary Viva Preparation

 সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নির্দেশনা 

Primary Viva Preparation 

Primary viva preparation


২২টি জেলায় অনুষ্ঠিত প্রথম ধাপের  পরীক্ষায় উত্তীর্ণ ৪০৮৬২ জনের প্রতি অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন রইলো। 


আপনারা সময় নষ্ট না করে ভাইভা প্রস্তুতি শুরু করে দিন।এখনই ভাইভা প্রস্তুতি শুরু করার গাইডলাইন হিসেবে ২০১৯ সালে লেখা আমার এই পোস্টটি আপনাদের জন্য শেয়ার করলাম।সবগুলো ধাপের পরীক্ষা শেষ হলে আরো একটি আপডেটেড গাইডলাইন পোস্ট দেওয়া  হবে।


🟢ভাইভা_প্রস্তুতি 

                   👉সহকারী_শিক্ষক_নিয়োগ_পরীক্ষা_২০১৮


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ এর লিখিত পরীক্ষায় ৫৫,২৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে জানাই অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন। 

Primary Viva Preparation 

নিয়োগ পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজে অাপনি উপনীত হয়েছেন।এই স্টেজটি পার করতে পারলেই অাপনি দেশের সবচেয়ে বড় সরকারি ডিপার্টমেন্ট এর একজন গর্বিত কর্মচারী হতে পারবেন।চলতি মাসের ৩০ তারিখের মধ্যে যেসকল কাগজপত্র ডিপিইও অফিসে জমাদানের কথা বলা হয়েছে ধরে নিলাম আপনারা ইতোমধ্যেই ঐসকল কাগজপত্র প্রস্তুত করে ফেলেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ

আগামী সপ্তাহে জমা দেবেন অাশা রাখছি।বলে রাখছি কাগজপত্র জমাদানে কোন সমস্যায় পড়লে না বুঝলে সরাসরি ডিপিইও স্যারের সাথে অাপনারা কথা বলবেন।

ডিপিইও স্যাররা এতই ভালো ও অান্তরিক যে অাপনি যখন তাদের কাছে কোন সমস্যা নিয়ে যাবেন দেখবেন সেটা অার কোন সমস্যাই থাকবে না।স্যাররা সমাধান করে দেবেন।

খুব সম্ভব অক্টোবরের ১ম সপ্তাহে ভাইবা কার্ড পেয়ে যাবেন এবং ২য় সপ্তাহে বা কোনো কোনো জেলায় ৩ য় সপ্তাহ থেকে ভাইবা শুরু হতে পারে।ডিসেম্বরে চূড়ান্ত রেজাল্ট পাবেন এবং জানুয়ারি ২০২০ এ অাপনি হয়তো শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করতে পারবেন।সহকারী শিক্ষক পদে অামি দুইবার ভাইবা দিয়েছি এবং দুইবারই     চূড়ান্ত রেজাল্টে রোল এসেছে।

এছাড়া পিএসসি সহ অারো কিছু জায়গায় ভাইবা দেওয়ার অভিজ্ঞতা অাছে।এই অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি তা হলো প্রাইমারি সহকারী  শিক্ষক নিয়োগের ভাইবা অন্য জবের ভাইবা থেকে একেবারেই অালাদা।এটা একটা রিলাক্সড ভাইবা।বোর্ড এতটাই অান্তরিক থাকে যে অাপনি পারবেন না এমন প্রশ্ন তারা করবেই না।

বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ গণিত (জ্যামিতি )

তারপরও সব তো অার মনে থাকে না তাই ইজি প্রশ্নের উত্তরও অনেক সময় মনে অাসে না।তাতে ঘাবড়ানোর কিছু নেই হাসিমুখে বলবেন সরি স্যার।তাই যারা ভাইবা নিয়ে টেনসড অাছেন তাদের বলছি - নো টেনশান ডো ফূর্তী।

তারপরও যেহেতু ভাইবা দেবেন মনে কনফিডেন্স যাতে বেশি থাকে তাই কিভাবে নিজেকে ভাইবার জন্য প্রস্তত করবেন সে বিষয়ে লিখছি।ভালো লাগলে ফলো করতে পারেন,মন্দ লাগলে স্কেইপ করার অনুরোধ রইল।


✅ভাইভার নম্বর ও বন্টন:

অাপনি ৮০ নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছেন।এখন ভাইভা হবে ২০ নম্বরের। ভাইভায় পাশ করলে টোটাল ১০০ নম্বরের মধ্যে অাপনি কত পেলেন তার অালোকে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে।

বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা

ভাইভার ২০ নম্বরের বন্টন সাধারণত নিম্নরূপ হয়ে থাকে।তবে কিছু ব্যতিক্রম ঘটতেও পারে।


***বোর্ডে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য ৫ নম্বর।

***অ্যাকাডেমিক রেজাল্টের উপর ৫ নম্বর।

***অাপনার জ্ঞান (নিজ সাবজেক্ট ও অন্যান্য বিষয়)যাচাই ৫ নম্বর।

***নাচ,গান,অভিনয়,কবিতা অাবৃত্তি,খেলাধুলার। দক্ষতা ৫ নম্বর।


✅ভাইভা বোর্ড:

সাধারণত ডিসি স্যারের নেতৃত্বে ডিপিইও স্যার ও সরকারি কলেজের একজন প্রফেসর স্যার বা সহযোগী অধ্যাপক স্যার কে নিয়ে ৩ সদস্যবিশিষ্ট একটি চমৎকার ভাইবা বোর্ড গঠন করা হয়ে থাকে।বোর্ড খুবই অান্তরিক ও হেল্পফুল থাকে তাই ভয়ের কোন কারণই নেই।

৪৪ বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা

✅ভাইভা ড্রেস:

ভাইবা বোর্ড অাপনার পোশাক, অ্যাপিয়ারেন্স,এক্সপ্রেশন, এটিকেট এবং ম্যানার এই বিষয়গুলো সম্পর্কে খুব নজর দিয়ে থাকেন।তাই একজন যোগ্য প্রার্থী  হিসেবে অাপনি ভাইবার জন্য উপযুক্ত ফরমাল ড্রেস নির্বাচনে মনোযোগী হোন।

✅ছেলেদের ড্রেস:

শার্ট:সাদা ফুল শার্ট।সাদার উপরে যেকোন স্ট্রাইপ হলেও চলবে।অন্য রঙের মানানসই শার্টও পরতে পারেন।শার্টে একটি পকেট থাকলে ভালো হয়।পকেটে একটি কলম রাখবেন।

Primary Viva Preparation 

✅প্যান্ট:

কালো রঙের ফরমাল প্যান্ট পরিধান করুন।

Viva Experience Bangladesh Krishi Bank

হাত ঘড়ি,বেল্ট ও জুতা:চামড়ার ফিতার ফরমাল হাত ঘড়ি,জুতা ও প্যান্টের সাথে ম্যাচ করে কালো রঙের চামড়ার বেল্ট পরিধান করুন।কাল রঙের,রাবারের সোলযুক্ত ফরমাল সু পরিধান করবেন।


🟢টাই:প্রয়োজন নেই।


পাঞ্জাবি-পায়জামা:যারা পাঞ্জাবি-পায়জামা পরেন তারা সাদা রঙের পায়জামা - পাঞ্জাবি পরতে পারেন।


#ভাইভার ৫-৬ দিন অাগে চুল কাটিয়ে নিন।

#ভাইভার ২-১ দিন অাগে নখ ছোট করে নিন।

#ভাইভার অাগের দিন/ভাইবার দিন সকালে শেভ করে নিন।

শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?

🟢মেয়েদের ড্রেস:

মার্জিত রঙের শাড়ি পরিধান করতে পারেন।তবে শাড়ি যেন অতিমাত্রায় কারুকার্যমন্ডিত ও চকমকে না হয় সেদিকটা খেয়াল রাখুন।অাপনি চাইলে সালোয়ার কামিজও পরিধান করতে পারেন।তবে তা যেন মার্জিত রং ও ডিজাইনের হয় সেদিকটা বিবেচনায় রাখুন।অর্থাৎ, অাপনি শাড়ি কিংবা সালোয়ার কামিজ যেটাই পরেন তা ম্যাচিং করে পরিধান করুন।

Primary Viva Preparation 

@মার্জিত মাপের কানেরর দুল এবং চেইন পরিধান করবেন।

@চুল বেনী করে রাখুন।

@ পায়ের জুতা,শাড়ি/স্যালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে পরিধান করুন।তবে হাই হিল না পরাই ভালো।

@ হালকা মেক-অাপ এবং মার্জিত রঙের হালকা লিপস্টিক নিতে পারেন।

@সাথে একটি কলম রাখুন।


🟢ভাইভার জন্য যা যা পড়বেন:

১.অাপনার নাম,পিতার নাম,মাতার নাম ও নামের অর্থ কী?

২.অাপনার নামের সাথে সম্পৃক্ত বিখ্যাত ব্যক্তির নাম।

৩.অাপনার বংশ পরিচয় বা নামের সাথে পদবী থাকলে সে সম্পর্কিত কিছু তথ্য।

৪.অাপনার গ্রাম,ইউনিয়ন,উপজেলা,জেলা ইত্যাদির নাম, অাদি নাম ও নামকরণের ইতিহাস জেনে রাখুন।

৫.অাপনার জেলা বিখ্যাত কেন?জেলার বিখ্যাত স্থান,নদীর নাম,পণ্য,ঐতিহ্য জেনে রাখুন।

৬.অাপনার জেলার শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ও অাধ্যাত্মিক, রাজনীতি ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ও তাদের সৃষ্টিকর্ম ও অবদান।অাপনার এলাকার কুখ্যাত ব্যক্তি (যুদ্ধাপরাধী,বঙ্গবন্ধুর খনি ইত্যাদি) থাকলে তাদের কু-কীর্তি সম্পর্কে জেনে নিন।

৭.অাপনি যে প্রতিষ্ঠান থেকে অনার্স /মাস্টার্স করেছেন ঐ প্রতিষ্ঠান এর ফুল নেম,প্রতিষ্ঠাকাল,বর্তমান ভিসি/প্রিন্সিপাল এর নাম জেনে নিবেন।

৮.ভাইবার দিনের ইংরেজি,বাংলা ও অারবি তারিখ জেনে যাবেন।বিশেষ দিবস হলে সে সম্পর্কে জেনে যাবেন।

৯.ছোট ছোট ট্রানসেলেশন ধরতে পারে।প্রাকটিস করুন।

১০.কারেন্ট ইস্যু এবং বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকজন কবি সম্পর্কে ধারণা রাখতে পারেন।


👉👉অবশ্যই পড়বেন:👇🏿👇🏿

১.ইনট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ

২.ডেসক্রাইব ইউর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ইন ইংলিশ।

৩.হাউ হ্যাভ ইউ রিচ দিস ভাইবা বোর্ড ফ্রম হোম?টেল অাচ ইন ইংলিশ।

৪.নিজ সাবজেক্ট

৫.মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু

৬.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের সফলতা ও অর্জন

৭.প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কিছু তথ্য-শিক্ষার হার,কতগুলো প্রাথমিক বিদ্যালয় অাছে,বই দিবস,উপবৃত্তি,মন্ত্রী ও সচিবের নাম ইত্যাদি

৮.ভিশন-২০২১,ভিশন-২০৪১,মুজিব বর্ষ,মেগা প্রজেক্টস,এসডিজি,এমডিজি ইত্যাদি দেখতে পারেন।


🟢সহায়ক বই:

১.প্রফেসর'স প্রাথমিক শিক্ষক ভাইবা সহায়িকা।

২.ডাক্তার জামিল'স ভাইবা গাইড(মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা)/অ্যাসিওরেন্স বিসিএস ভাইবা সহায়িকা(মুক্তিযুদ্ধ)

৩.নিজ সাবজেক্টের অনার্স ও মাস্টার্স এর মেজর সাবজেক্টের বেসিক বই

৪.ইন্টারনেট

৫.দৈনিক পত্রিকা,কারেন্ট অ্যাফেয়ার্স, ওরাকল জ্ঞানপত্র ইত্যাদি।


👉পরীক্ষার দিনের পূর্ব-প্রস্তুতি:

১.নির্ধারিত সময়ের বেশ অাগেই প্রস্তুতি সেরে ফেলতে হবে।

২.যেসব কাগজপত্র বোর্ডের সামনে পেশ করতে হবে সেগুলো,প্রবেশপত্র,সকল সর্টিফিকেটের মূলকপি এবং অন্যান্য কাগজপত্র পূর্বেই গুছিয়ে নিতে হবে।

শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?

৩.ইংরেজিতে একটা কথা অাছে, "ফাস্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশনস।"অর্থাৎ, প্রথম দেখার ধারণা চিরস্থায়ী। তাই খুব পরিপাটি হয়ে বোর্ডে উপস্থিত হবেন।

৪.নির্দিষ্ট সময়ের অন্তত এক ঘন্টা অাগে বোর্ডে পৌছাবেন।

৫.অাপনার সিরিয়াল পরে থাকলে যাদের ভাইবা হয়ে যাবে তাদের কাছ থেকে অনুভূতি শুনতে পারেন।তবে অাপনার কাছে কোন প্রশ্ন কঠিন মনে হলে  বিচলিত হবেন না।ওই সময় বই ঘাটাঘাটি না করাই ভালো।কারণ অাপনার কাছে ওই প্রশ্ন নাও জানতে চাইতে পারে।তবে অন্য কেউ পারলে জেনে নিতে পারেন।

BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়

🟢ভাইভা বোর্ডে করণীয় :

১.দরজা খুলে (অাস্তে শব্দ যেন না হয়) মাথাটা একটু ভিতরে ঢুকিয়ে বলবেন,অাসতে পারি স্যার।একটু সামনে যেয়ে থেমে নমস্কার/সালাম/অাদাব দিবেন।তারপর সামনে যেয়ে চেয়ারের পাশে দাড়াবেন।বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন।খেয়াল রাখবেন চেয়ারে যেন শব্দ না হয়।

বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।

২.যে স্যার প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে অানসার করবেন।কথা বলার সময় হাত-পা নাড়াবেন না।

৩.কথা বলার সময় অাঞ্চলিকতা পরিহার করবেন।

৪.ঘাবড়াবেন না,রাগবেন না,তর্ক করবেন না।

৫.জানা না থাকলে স্মার্টলি হাসিমুখে সরি স্যার,জানা নেই স্যার বলুন।

৬.অাপনি বিনয়ের অবতার হিসেবে নিজেকে উপস্থাপন করুন।দেখবেন অাপনি যদি কিছু নাও পারেন বোর্ড অাপনাকে হতাশ করবে না।

৭.নাচ,গান,অাবৃত্তি,অভিনয় এগুলোতে অাপনার দক্ষতা না থাকলে বলবেন পারি না স্যার।তবে অাপনি পারেন এমন কোনো কিছুর কথা স্মার্টলি বলবেন।

৮.অাপনার ভাইভা শেষ হলে অাপনাকে অাসতে বললে উঠে দাড়িয়ে নমস্কার /সালাম/অাদাব বলে চলে অাসবেন।

BANK MATH & ENGLISH WRITTEN FACT

            পরিশেষে বলতে চাই যারা ভাইবা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং উপরে বর্ণিত পরার পরিধি যাদের কাছে বার্ডেন মনে হচ্ছে তাদের জন্য অামার অাশার বাণী হলো অাপনি কিছু না পড়লেও ভাইবাতে পাশ করবেন যদি মারাত্মক কোনো বেয়াদবি না করেন।

কারণ অাপনি পারবেন না এমন প্রশ্ন খুব কমই জিজ্ঞাসা করা হবে।তবে ভাইবায় ভালো করলে জব পাওয়ার পসিবিলিটি বাড়বে এটা একটা ব্যাপার।তাই একটু পড়ালেখা করাই ভালো।সর্বোপরি ঈশ্বরকে ডাকুন,বিশ্বাস করুন ভাইবা এমনিই ভালো হয়ে যাবে।

✍️✍️✍️✍️✍️

শুভ কামনায়

স্বপ্ন_সারথি(শ্যামল কুমার মন্ডল)

সহকারী শিক্ষক

৫৬ নং মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

খুলনা সদর,খুলনা

বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION


পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area